খুলনায় যথাযোগ্য মর্যাদায় ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকাল ৯টায় নগরীর শিববাড়ি মোড়ে নির্মীয়মান জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহীদ পরিবার, মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজান অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি, মোঃ রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনি এ সময় উপস্থিত ছিলেন । এ ছাড়া গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।