Dhaka 1:21 am, Sunday, 17 August 2025

দ্যা আর্থ-এর আয়োজনে ‘গ্রিন ভয়েস’ বুটক্যাম্প ২০২৫

 

‎জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী সমাধান খোঁজার লক্ষ্যে ‘দ্যা আর্থ’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিন ভয়েস মাস্টার বুটক্যাম্প ২০২৫। গত ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত গাজীপুরের রাঙামাটি রিসোর্টে অনুষ্ঠিত এই আবাসিক বুটক্যাম্পে আপস যুব সংগঠন দেশের সেরা পাঁচটি জলবায়ুবিষয়ক উদ্যোগের মধ্যে স্থান পায় এবং প্রারম্ভিক অর্থায়ন (সিড ফান্ড) অর্জন করে।

‎নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, এশিয়া ফাউন্ডেশন-এর নেতৃত্বে এবং বহ্নিশিখা – আনলার্ন জেন্ডার-এর সহ-বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রকল্পে দেশব্যাপী আহ্বানের পর জমা পড়ে ৮০টিরও বেশি প্রস্তাবনা। যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাছাইকৃত সেরা ১০টি দল অংশ নেয় আবাসিক বুটক্যাম্পে। প্রশিক্ষণ ও উপস্থাপনার ভিত্তিতে শেষ পর্যন্ত ৫টি উদ্যোগকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

‎এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা পেয়েছেন পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন কৌশল এবং কার্যকর উপস্থাপনামূলক প্রশিক্ষণ। বিজয়ী পাঁচটি দলের মধ্যে খুলনার আপস যুব সংগঠন-এর উদ্ভাবনী উদ্যোগ প্রশংসা কুড়ায় এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য সিড ফান্ড লাভ করে।

‎উল্লেখ্য যে, আপস যুব সংগঠন ২০১৭ সাল থেকে খুলনাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। এটি যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। সংগঠনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে দারিদ্র্য দূরীকরণ (এসডিজি ১), মানসম্পন্ন শিক্ষা (এসডিজি ৪), সুস্বাস্থ্য (এসডিজি ৩) এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা (এসডিজি ১৩) নিয়ে কাজ করে থাকে। এর উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইকোফ্লোট কৃষি প্রযুক্তি, কারিগর হস্তশিল্প উদ্যোগ, স্বেচ্ছাসেবক প্লাটফর্ম পরিকল্পিত খুলনা ফোরাম, জরুরী রেসকিউ টিম এবং সুন্দরবন রানার্স গ্রুপ।

 

 

‎সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান বলেন, “এই অর্জন আমাদের সংগঠনের জন্য যেমন গর্বের, তেমনি উপকূলীয় অঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি আশার প্রতীক। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা পরিবেশ ও সমাজে টেকসই ইতিবাচক প্রভাব ফেলতে পারব।”

‎বিজয়ী অন্যান্য দলের মধ্যে ছিল: সুগার সাইকেল, ফর দ্য লাইট, রিবিল্ডিং আর্থস ফিউচার এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

দ্যা আর্থ-এর আয়োজনে ‘গ্রিন ভয়েস’ বুটক্যাম্প ২০২৫

প্রকাশঃ 06:22:35 pm, Sunday, 3 August 2025

 

‎জলবায়ু পরিবর্তন ও লিঙ্গ অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী সমাধান খোঁজার লক্ষ্যে ‘দ্যা আর্থ’-এর আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রিন ভয়েস মাস্টার বুটক্যাম্প ২০২৫। গত ২৭ থেকে ৩০ জুলাই পর্যন্ত গাজীপুরের রাঙামাটি রিসোর্টে অনুষ্ঠিত এই আবাসিক বুটক্যাম্পে আপস যুব সংগঠন দেশের সেরা পাঁচটি জলবায়ুবিষয়ক উদ্যোগের মধ্যে স্থান পায় এবং প্রারম্ভিক অর্থায়ন (সিড ফান্ড) অর্জন করে।

‎নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, এশিয়া ফাউন্ডেশন-এর নেতৃত্বে এবং বহ্নিশিখা – আনলার্ন জেন্ডার-এর সহ-বাস্তবায়নে অনুষ্ঠিত এই প্রকল্পে দেশব্যাপী আহ্বানের পর জমা পড়ে ৮০টিরও বেশি প্রস্তাবনা। যাচাই-বাছাইয়ের মাধ্যমে বাছাইকৃত সেরা ১০টি দল অংশ নেয় আবাসিক বুটক্যাম্পে। প্রশিক্ষণ ও উপস্থাপনার ভিত্তিতে শেষ পর্যন্ত ৫টি উদ্যোগকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়।

‎এই বুটক্যাম্পে অংশগ্রহণকারীরা পেয়েছেন পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়ন, প্রকল্প বাস্তবায়ন কৌশল এবং কার্যকর উপস্থাপনামূলক প্রশিক্ষণ। বিজয়ী পাঁচটি দলের মধ্যে খুলনার আপস যুব সংগঠন-এর উদ্ভাবনী উদ্যোগ প্রশংসা কুড়ায় এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য সিড ফান্ড লাভ করে।

‎উল্লেখ্য যে, আপস যুব সংগঠন ২০১৭ সাল থেকে খুলনাভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে। এটি যুব উন্নয়ন অধিদপ্তরে নিবন্ধিত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত। সংগঠনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে দারিদ্র্য দূরীকরণ (এসডিজি ১), মানসম্পন্ন শিক্ষা (এসডিজি ৪), সুস্বাস্থ্য (এসডিজি ৩) এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা (এসডিজি ১৩) নিয়ে কাজ করে থাকে। এর উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইকোফ্লোট কৃষি প্রযুক্তি, কারিগর হস্তশিল্প উদ্যোগ, স্বেচ্ছাসেবক প্লাটফর্ম পরিকল্পিত খুলনা ফোরাম, জরুরী রেসকিউ টিম এবং সুন্দরবন রানার্স গ্রুপ।

 

 

‎সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান বলেন, “এই অর্জন আমাদের সংগঠনের জন্য যেমন গর্বের, তেমনি উপকূলীয় অঞ্চলের জলবায়ু-ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য একটি আশার প্রতীক। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা পরিবেশ ও সমাজে টেকসই ইতিবাচক প্রভাব ফেলতে পারব।”

‎বিজয়ী অন্যান্য দলের মধ্যে ছিল: সুগার সাইকেল, ফর দ্য লাইট, রিবিল্ডিং আর্থস ফিউচার এবং ইকো সেন্টিনেলস বাংলাদেশ।