Dhaka 10:42 am, Monday, 18 August 2025

পাইকগাছার কপোতাক্ষ নদেভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার ; এলাকায় চাঞ্চল্য

 

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজারসংলগ্ন নদীতে লাশটি প্রথমে চোখে পড়ে। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ওসি জানান খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। নৌ পুলিশকেও বিষয়টি জানানোর পর তাদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে মনে হচ্ছে, এটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।”

এদিকে, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। কেউ কেউ সন্দেহ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

পুলিশ আরও জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

পাইকগাছার কপোতাক্ষ নদেভেসে আসা অজ্ঞাত লাশ উদ্ধার ; এলাকায় চাঞ্চল্য

প্রকাশঃ 02:37:49 pm, Sunday, 3 August 2025

 

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার এলাকায় কপোতাক্ষ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয়রা নদীতে ভাসতে থাকা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, দেবদুয়ার গ্রামের ধর্মপীরের মাজারসংলগ্ন নদীতে লাশটি প্রথমে চোখে পড়ে। লাশের মুখ ও বুক পানির নিচে থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে পাইকগাছা থানার ওসি মো. রিয়াদ মাহমুদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। ওসি জানান খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে যাই। নৌ পুলিশকেও বিষয়টি জানানোর পর তাদের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ থেকে ৬০ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। নদীর প্রবাহ ও লাশের অবস্থান দেখে মনে হচ্ছে, এটি অন্য কোনো স্থান থেকে ভেসে এসেছে।”

এদিকে, অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকেই এটিকে নিছক দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। কেউ কেউ সন্দেহ করছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয়।

পুলিশ আরও জানিয়েছে, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।