রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন চার্জ কমিটির উপর দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা গতকাল ২ আগস্ট রাত্রে ঘাটভোগ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রূপসা উপজেলা শাখার অহবায়ক মোল্লা সাইফুর রহমান। ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, চার্জকমিটির ১ নং সদস্য এসএমএ মালেকের সভাপতিত্বে ও সাবেক সদস্য সচিব মিকাঈল বিশ্বাসের সঞ্চালনায় বিষেশ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, হুমাউন করির শেখ। বক্তৃতা করেন ইউনিয়ন চার্জ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য, শ ম হাসিবুর রহমান, খায়রুল ইসলাম খোকন, আজিজুল ইসলাম নন্দু, আবুল কাসেম কালা, আসলাম শেখ,গোলাম কাজী, মোকছেদ শেখ নুর আলী মেম্বার, বাবুল লস্কর, মাহে আলম সুমন, মেজবাহ মোল্লা, শেখর চন্দ্র বিশ্বাস, প্রাণ গোপাল বিশ্বাস, রাধা কান্ত শিকদার, আব্দুল্লাহ শিকদার, আঃ রউফ শিকদার, কেএম আমিনুল ইসলাম, আলামিন লস্কর, আনিচুর রহমান, গোবিন্দ বিশ্বাস, গৌর চন্দ্র বিশ্বাস, বিএনপি নেতা, মোহিত মালাকার, বিধান পোদ্দার, ইউনুস সরদার, যুবদল নেতা মুরছালিন ইসলাম রনি, দাউদ শেখ, আসলাম লস্কর, আরাফাত শেখ, মুস্তাইন শেখ, হামীম, তুহিন লস্কর, তকির বিশ্বাস,জহির মামুন, রাশেদুল লস্কর প্রমুখ।