Dhaka 1:13 pm, Monday, 18 August 2025

পিওজে ক্লাবের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

 

 

প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা জিলা স্কুল ময়দানে রোববার,সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

 

খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার সভাপতি, পরিবেশ যোদ্ধা, নাগরিক নেতা অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং পরিবেশবাদী সংগঠক এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনা নুরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলালিংকের জোনাল ম্যানেজার জি এম বাশারুল ইসলাম। উপস্থিত ছিলেন আয়োজক বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) এর খুলনা জেলা সমন্বয়কারী ও চ্যানেল আই এর খুলনা বিভাগীয় প্রতিনিধি দানিয়েল সুজিত বোস, পিওজে’র কবি রুনা ফেরদৌস, সাংবাদিক শাহীন হাওলাদার। এছাড়াও খুলনা জিলা স্কুলের শিক্ষকমণ্ডলী এবং পিওজে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এতে প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার তাঁর বক্তৃতায় বলেন, আমাদের জীবন-জীবিকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই বেশি বেশি বৃক্ষরোপণ, এর পরিচর্যা এবং সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে নতুন প্রজন্মের মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে। পৃথিবীর তাপমাত্রা বিগত কয়েক বছরে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে বরফ গলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৃক্ষ আমাদের অক্সিজেনের ভাণ্ডার। ছায়া-সুশীতল একটি বাংলাদেশ গড়তে এবং আমাদের বসবাস উপযোগী একটি পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমাদের জীবন ধারণের জন্য সবকিছুই এ পরিবেশ থেকে পেয়ে থাকি। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদের প্রধান কর্তব্য। এ ব্যাপারে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সাধ্যানুযায়ী ভূমিকা পালনের আহ্বান জানান। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ পৃথিবী, এ দেশ আমাদের।

 

এখানকার পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। তিনি শিক্ষার্থীদের প্রতি গাছের চারা রোপণ এবং নিয়ম করে পরিচর্যার আহ্বান জানান। গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় এবং বৃক্ষরোপণে উৎসাহিত করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার এ ব্যতিক্রমধর্মী আয়োজনে তিনি উৎফুল্ল প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি এ আয়োজনের সহযোগী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

পিওজে ক্লাবের গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশঃ 01:39:39 pm, Sunday, 3 August 2025

 

 

প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার উদ্যোগে খুলনা জিলা স্কুল ময়দানে রোববার,সকাল ১০টায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

 

খুলনা বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র প্রশাসক মোঃ ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণ করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার সভাপতি, পরিবেশ যোদ্ধা, নাগরিক নেতা অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং পরিবেশবাদী সংগঠক এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনা নুরুল হাই মোহাম্মদ আনাছ, বাংলালিংকের জোনাল ম্যানেজার জি এম বাশারুল ইসলাম। উপস্থিত ছিলেন আয়োজক বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফারুকুল ইসলাম, প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) এর খুলনা জেলা সমন্বয়কারী ও চ্যানেল আই এর খুলনা বিভাগীয় প্রতিনিধি দানিয়েল সুজিত বোস, পিওজে’র কবি রুনা ফেরদৌস, সাংবাদিক শাহীন হাওলাদার। এছাড়াও খুলনা জিলা স্কুলের শিক্ষকমণ্ডলী এবং পিওজে ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এতে প্রধান অতিথি মোঃ ফিরোজ সরকার তাঁর বক্তৃতায় বলেন, আমাদের জীবন-জীবিকা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার স্বার্থেই বেশি বেশি বৃক্ষরোপণ, এর পরিচর্যা এবং সংরক্ষণ করতে হবে। এ ব্যাপারে নতুন প্রজন্মের মধ্যে অভ্যাস গড়ে তুলতে হবে। পৃথিবীর তাপমাত্রা বিগত কয়েক বছরে ২ ডিগ্রী সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে বরফ গলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বৃক্ষ আমাদের অক্সিজেনের ভাণ্ডার। ছায়া-সুশীতল একটি বাংলাদেশ গড়তে এবং আমাদের বসবাস উপযোগী একটি পৃথিবী রেখে যেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, আমাদের জীবন ধারণের জন্য সবকিছুই এ পরিবেশ থেকে পেয়ে থাকি। সুতরাং পরিবেশের ভারসাম্য রক্ষা আমাদের প্রধান কর্তব্য। এ ব্যাপারে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে সাধ্যানুযায়ী ভূমিকা পালনের আহ্বান জানান। বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, এ পৃথিবী, এ দেশ আমাদের।

 

এখানকার পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের। তিনি শিক্ষার্থীদের প্রতি গাছের চারা রোপণ এবং নিয়ম করে পরিচর্যার আহ্বান জানান। গাছের চারা বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় এবং বৃক্ষরোপণে উৎসাহিত করেন। প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজে) খুলনা জেলা শাখার এ ব্যতিক্রমধর্মী আয়োজনে তিনি উৎফুল্ল প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি এ আয়োজনের সহযোগী সকল প্রতিষ্ঠানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।