Dhaka 10:14 pm, Monday, 18 August 2025

খুলনায় ১৭২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সড়ক বিভাগ

খুলনা নগরীর অন্যতম প্রবেশপথ গল্লামারী সড়কে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ।

রোববার (২৭ জুলাই) সকালে খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী এলাকায় নির্মিতব্য সেতুর দুপাশে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয় স্থাপনা। এসব স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে তীব্র জনভোগান্তি, সেতু নির্মাণে ধীরগতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ফলে ব্যাহত হতে থাকে সেতুর নির্মাণ কাজ, নগরের প্রবেশমুখে তীব্র হয়ে ওঠে যানজট।

সড়ক বিভাগ জানায়, সেতুর দুপাশে এক দশমিক ২ কিলোমিটার সড়কের ওপর থাকা ১৭২টি স্থাপনা গড়ে ওঠে। মাসজুড়ে মাইকিং, পত্রিকায় গণবিজ্ঞপ্তি, দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে শুরু হয় উচ্ছেদ কাজ। ব্যবসায়ীরা ভোগান্তি কমাতে উচ্ছেদে সহযোগিতা করলেও অনিয়মের অভিযোগও করেন তারা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

তবে সড়ক ও জনপথ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, প্রতিবন্ধকতা থাকলেও উচ্ছেদ শেষে সেতু নির্মাণ কাজ দ্রুত হওয়ার পাশাপাশি ভোগান্তি কমবে জনসাধারণের।

গল্লামারী মোড়ে ময়ূর নদের ওপর দুটি স্টিল সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের ১০ অক্টোবর। কাজের চুক্তি মূল্য ৬৭ কোটি ৬৬ লাখ টাকা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনায় ১৭২ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিলো সড়ক বিভাগ

প্রকাশঃ 01:12:25 pm, Sunday, 27 July 2025

খুলনা নগরীর অন্যতম প্রবেশপথ গল্লামারী সড়কে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করেছে সড়ক বিভাগ।

রোববার (২৭ জুলাই) সকালে খুলনা শহরের প্রবেশদ্বার গল্লামারী এলাকায় নির্মিতব্য সেতুর দুপাশে ওই উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয় স্থাপনা। এসব স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে তীব্র জনভোগান্তি, সেতু নির্মাণে ধীরগতিসহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। ফলে ব্যাহত হতে থাকে সেতুর নির্মাণ কাজ, নগরের প্রবেশমুখে তীব্র হয়ে ওঠে যানজট।

সড়ক বিভাগ জানায়, সেতুর দুপাশে এক দশমিক ২ কিলোমিটার সড়কের ওপর থাকা ১৭২টি স্থাপনা গড়ে ওঠে। মাসজুড়ে মাইকিং, পত্রিকায় গণবিজ্ঞপ্তি, দফায় দফায় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা শেষে শুরু হয় উচ্ছেদ কাজ। ব্যবসায়ীরা ভোগান্তি কমাতে উচ্ছেদে সহযোগিতা করলেও অনিয়মের অভিযোগও করেন তারা।

আরও পড়ুন: লক্ষ্মীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ: ৩৫০ কোটি টাকার সরকারি সম্পদ উদ্ধার

তবে সড়ক ও জনপথ খুলনার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, প্রতিবন্ধকতা থাকলেও উচ্ছেদ শেষে সেতু নির্মাণ কাজ দ্রুত হওয়ার পাশাপাশি ভোগান্তি কমবে জনসাধারণের।

গল্লামারী মোড়ে ময়ূর নদের ওপর দুটি স্টিল সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০২৩ সালের ১০ অক্টোবর। কাজের চুক্তি মূল্য ৬৭ কোটি ৬৬ লাখ টাকা।