খুলনায় আবাসিক হোটেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল এবং ৪ শত ৭৪ পিস ইয়াবাসহ ১ জন আটক
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই ২০২৫ তারিখ শনিবার রাত ১১ টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।