রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও খেলার মাঠে প্রতি বছরের ন্যায় মাসব্যাপী ফুটবল ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সৌদীপ্রবাসী কাজী আমিনুল ইসলামের অর্থায়নে পিঠাভোগ সার্বিক জনকল্যান সমিতি। যুবসমাজ ও কোমলমতী শিক্ষার্থীদের মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করে তারুণ্য নির্ভর সমাজ গঠনের লক্ষে ইউনিয়ন জুড়ে মাসব্যাপী ফুটবল বিতরণী অনুষ্ঠানের সমাপনী গতকাল ৯ জুলাই বিকেলে জনকল্যাণ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আনন্দ নগর গ্রামের কৃতি সন্তান সৌদি প্রবাসী কাজী আমিনুল ইসলামের অর্থায়নে ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনকল্যান সমিতির উপদেষ্টা বিশ্বনাথ ভট্টাচার্য, কবির হোসেন মোল্লা, নিয়াজুল ইসলাম লাভলু, ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার সাইফুল ইসলাম পাইক, সমাজ সেবক নৃপেন্দ্রনাথ রায়, মেহেদী হাসান, গৌতম শীল।
জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ শের আলী শেখ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক জীবন কুমার কুন্ডু, অরুণ কুশারী, অমীত অধিকারী, মিলন শীল, রবীন রায়, লিয়াকত দিদার, কৃষ্ণ কুশারী প্রমুখ।