Dhaka 4:16 am, Tuesday, 19 August 2025

খুলনায় এনসিপির পদযাত্রা সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জুলাই খুলনায় অনুষ্ঠিতব্য পদযাত্রা সফল করতে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম।

 

সোমবার বিকেলে খুলনা মহানগরীর গল্লামারী মোড়, নিরালা বাজার ও ময়লাপোতা,ডাকবাংলা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এনসিপি নেতৃবৃন্দ। কর্মসূচির নেতৃত্ব দেন খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।

পাশাপাশি কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ চৌধুরি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম হাসান মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ, জয় বৈদ্যসহ শতাধিক নেতাকর্মী।

 

নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থে জনসচেতনতা বৃদ্ধি, শহীদ ও আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেওয়া এবং নানামুখী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

 

তারা আরও বলেন, ১১ জুলাইয়ের পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক কর্মসূচি। খুলনায় এ কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকে-লোকারণ্য ও বিশাল জনস্রোতের সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপি নেতারা।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় লাজ ফার্মাকে নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনায় এনসিপির পদযাত্রা সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশঃ 05:47:37 pm, Tuesday, 8 July 2025

 

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জুলাই খুলনায় অনুষ্ঠিতব্য পদযাত্রা সফল করতে নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম।

 

সোমবার বিকেলে খুলনা মহানগরীর গল্লামারী মোড়, নিরালা বাজার ও ময়লাপোতা,ডাকবাংলা এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এনসিপি নেতৃবৃন্দ। কর্মসূচির নেতৃত্ব দেন খুলনা জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ফয়জুল্লাহ।

পাশাপাশি কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ চৌধুরি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রচারণা সেলের সদস্য সচিব এম সাইফুল ইসলাম, গোলাম মোস্তফা সজিব মোল্লা, মহরম হাসান মাহিম, সামসুল আরেফিন লিওন, রেজওয়ান আহমেদ, খালিদ সাইফুল্লাহ, জয় বৈদ্যসহ শতাধিক নেতাকর্মী।

 

নেতৃবৃন্দ জানান, দেশের জনগণের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার, জাতীয় স্বার্থে জনসচেতনতা বৃদ্ধি, শহীদ ও আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেওয়া এবং নানামুখী রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

 

তারা আরও বলেন, ১১ জুলাইয়ের পদযাত্রা হবে একটি শান্তিপূর্ণ ও ঐতিহাসিক কর্মসূচি। খুলনায় এ কর্মসূচিকে কেন্দ্র করে জনসাধারণের ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে লোকে-লোকারণ্য ও বিশাল জনস্রোতের সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন এনসিপি নেতারা।