Dhaka 3:41 am, Sunday, 17 August 2025

৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

 

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। সেই সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়—সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ জুন বাংলাদেশে সময় রাত ৩টা থেকে এই দেশগুলো আকাশসীমা আবার উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এতে আরও বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

৪ দেশে বিমান চলাচল স্বাভাবিক

প্রকাশঃ 06:40:15 am, Tuesday, 24 June 2025

 

কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কারণে স্বল্প সময়ের জন্য আকাশসীমা বন্ধের পর পুনরায় খুলে দিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। সেই সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরেছে বাণিজ্যিক ফ্লাইট চলাচল।

মঙ্গলবার (২৪ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়—সর্বশেষ তথ্য অনুযায়ী ২৪ জুন বাংলাদেশে সময় রাত ৩টা থেকে এই দেশগুলো আকাশসীমা আবার উন্মুক্ত করেছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট নিয়মিত চলাচল করছে।

এতে আরও বলা হয়, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের নিজ এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে। এই অস্থির পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কর্তৃপক্ষ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

এর আগে, চলমান ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে দেশগুলো। এমন পরিস্থিতিতে গতকাল সোমবার থেকে এসব দেশের সঙ্গে বাংলাদেশ থেকে বাণিজ্যিক বিমান চলাচলও আপাতত বন্ধ হয়ে গেছে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য মিলেছে।