Dhaka 3:37 am, Sunday, 17 August 2025

আমেরিকানদের কথা বাদ দিয়ে ‘ট্রাম্প শুনছেন নেতানিয়াহুর কথা’

 

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য।

কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোকে ‘সংবিধান লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেসওমেন রাশিদা তালিব।

আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আমাদের কী অবস্থায় নিয়ে গেছে, আমরা তা দেখেছি। এই যুদ্ধগুলো মিথ্যা তথ্যের ওপর দাঁড়ানো। যেমন, ইরানের ধ্বংসাত্মক অস্ত্র থাকার মিথ্যা দাবি। আমরা এবার সেই ফাঁদে পড়ছি না।’

তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ আখ্যা দেন। তিনি বলেন, ‘ট্রাম্প আমেরিকান জনগণের কথা শোনার বদলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। যিনি ইরাক নিয়ে মিথ্যা বলেছিলেন, এখন আবার ইরান নিয়ে মিথ্যা বলছেন।’

তালিব জোর দিয়ে বলেন, ‘কংগ্রেসকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজেদের যুদ্ধক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব জোরালো হচ্ছে। আইনপ্রণেতাদের একটি বড় অংশ বিশ্বাস করেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধের পথে যাওয়া উচিত নয় এবং এ ধরনের পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন আবশ্যক।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র : আলজাজিরা

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

আমেরিকানদের কথা বাদ দিয়ে ‘ট্রাম্প শুনছেন নেতানিয়াহুর কথা’

প্রকাশঃ 05:11:38 am, Sunday, 22 June 2025

 

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপের প্রকাশ্যে সমালোচনা করছেন ডেমোক্র্যাট দলের একাধিক কংগ্রেস সদস্য।

কংগ্রেসের অনুমতি ছাড়াই হামলা চালানোকে ‘সংবিধান লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন ফিলিস্তিন বংশোদ্ভূত কংগ্রেসওমেন রাশিদা তালিব।

আলজাজিরাকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ আর কোনো চিরস্থায়ী যুদ্ধ চায় না। মধ্যপ্রাচ্যে দশকের পর দশক ধরে চলা যুদ্ধ আমাদের কী অবস্থায় নিয়ে গেছে, আমরা তা দেখেছি। এই যুদ্ধগুলো মিথ্যা তথ্যের ওপর দাঁড়ানো। যেমন, ইরানের ধ্বংসাত্মক অস্ত্র থাকার মিথ্যা দাবি। আমরা এবার সেই ফাঁদে পড়ছি না।’

তিনি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক’ আখ্যা দেন। তিনি বলেন, ‘ট্রাম্প আমেরিকান জনগণের কথা শোনার বদলে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুর কথা শুনছেন। যিনি ইরাক নিয়ে মিথ্যা বলেছিলেন, এখন আবার ইরান নিয়ে মিথ্যা বলছেন।’

তালিব জোর দিয়ে বলেন, ‘কংগ্রেসকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে, নিজেদের যুদ্ধক্ষমতা প্রয়োগ করতে হবে এবং এই অসাংবিধানিক যুদ্ধ বন্ধ করতে হবে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে যুদ্ধবিরোধী মনোভাব জোরালো হচ্ছে। আইনপ্রণেতাদের একটি বড় অংশ বিশ্বাস করেন, প্রেসিডেন্টের একক সিদ্ধান্তে যুদ্ধের পথে যাওয়া উচিত নয় এবং এ ধরনের পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন আবশ্যক।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ইরান ইস্যুতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে দ্বন্দ্ব আরও ঘনীভূত হতে পারে, যা আগামী নির্বাচনী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র : আলজাজিরা