Dhaka 10:33 am, Sunday, 17 August 2025

ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধির প্রতিবাদে, কলকাতা কর্পোরেশন অভিযান ও ডেপুটেশন

 

আজ ৩রা জুন মঙ্গলবার, ঠিক দুপুর সাড়ে বারোটায়, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবা দলের উদ্যোগে, পৌরসভার ট্রেড লাইসেন্স এর ফ্রি বৃদ্ধির প্রতিবাদে, রক্সি সিনেমার সামনে জমায়েত হয়ে, কর্পোরেশন অভিযান, ডেপুটেশন এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে প্রতিবাদ জানালেন।

 

এই প্রতিবাদে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ আইএনটি ইউসিসি বাদলের সভাপতি প্রমোদ পান্ডে, উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্যরা, প্রায় পঞ্চাশ জনের মতো সদস্য এই মিছিলে অংশগ্রহণ করেন, তাহারা মেয়র কে ধিক্কার জানাতে থাকেন।

 

মিছিল যদিও রক্সি সিনেমা থেকে করপোরেশনের মেয়রের গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে কর্পোরেশনের আগে ব্যারিকেট করে আটকে দেন, সেখানেই তারা প্রতিবাদ করেন এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে ধিক্কার জানান, পরে প্রতিনিধিরা ডেপুটেশন দিতে পৌরসভায় যান।

 

তারা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারার চেষ্টা করেছেন যাতে তারা ব্যবসা করতে না পারেন, গোলাপে তিনগুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত ট্রেড লাইসেন্স এর ফ্রি বাড়িয়ে দিয়েছেন ফলে ছোট ছোট ব্যবসায়ীরা হতাশায় পড়েছেন। অনেকে অভিযোগ করেন আমাদের ট্রেড লাইসেন্সের ফ্রি ছিল 260 টাকা এখন হয়েছে ১১৬০ টাকা আপনারাই বলুন এইভাবে যদি বাড়তে থাকে নিয়ম না মেনে আমরা কিভাবে ব্যবসা করবো, ছোট ছোট ব্যবসায়ীদের বুকে হাকিমের বুলেট মারার চেষ্টা করছেন। আমরা তা হতে দেব না।

 

অথচ বড় বড় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চলেছেন, বড় বড় ব্যবসায়ীদের জন্য” মহব্বত কা ট্যাবলেট”, তাদের কাজকে মুনাফা করার চেষ্টা করছেন,

 

অবিলম্বে ফি বৃদ্ধি বন্ধ হোক, পুনরায় আগের ফি তে মূল্যবৃদ্ধি হোক, ছোট ছোট ব্যবসায়ীরা কুড়ি কর্মে খাক, তাদের পেটে লাথি মারলে, বড় ব্যবসায়ীদের তোয়াজ করলে আমরা আরও বড়সড়ো আন্দোলনের পথে নামব। সমস্ত ব্যবসায়ীদের নিয়ে।

 

তাই মেয়রকে আজ ডেপুটেশন দিয়ে জানিয়ে দিলাম, এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে আজকের প্রতিবাদ।

 

পশ্চিমবঙ্গ intuc সেবা দলের পক্ষ থেকে পুনরায় মেয়েরকে বলছি বিবেচনা করুন, ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারার চেষ্টা করবেন না, তাহলে আমরা ওখান থেকে নামিয়ে পথি বসাবো, তৃণমূল সরকার সব সময় ছোট ছোট ব্যবসায়ীদের বিরোধী। তাহাদের পেটে লাথি মারার চেষ্টা।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

ট্রেড লাইসেন্সের ফি বৃদ্ধির প্রতিবাদে, কলকাতা কর্পোরেশন অভিযান ও ডেপুটেশন

প্রকাশঃ 04:46:08 pm, Tuesday, 3 June 2025

 

আজ ৩রা জুন মঙ্গলবার, ঠিক দুপুর সাড়ে বারোটায়, পশ্চিমবঙ্গ আই এন টি ইউ সি সেবা দলের উদ্যোগে, পৌরসভার ট্রেড লাইসেন্স এর ফ্রি বৃদ্ধির প্রতিবাদে, রক্সি সিনেমার সামনে জমায়েত হয়ে, কর্পোরেশন অভিযান, ডেপুটেশন এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে প্রতিবাদ জানালেন।

 

এই প্রতিবাদে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ আইএনটি ইউসিসি বাদলের সভাপতি প্রমোদ পান্ডে, উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রীতম ঘোষ সহ অন্যান্যরা, প্রায় পঞ্চাশ জনের মতো সদস্য এই মিছিলে অংশগ্রহণ করেন, তাহারা মেয়র কে ধিক্কার জানাতে থাকেন।

 

মিছিল যদিও রক্সি সিনেমা থেকে করপোরেশনের মেয়রের গেট পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে বাধা দেওয়া হয় এবং তাদেরকে কর্পোরেশনের আগে ব্যারিকেট করে আটকে দেন, সেখানেই তারা প্রতিবাদ করেন এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে ধিক্কার জানান, পরে প্রতিনিধিরা ডেপুটেশন দিতে পৌরসভায় যান।

 

তারা বলেন কলকাতা কর্পোরেশনের মেয়র ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারার চেষ্টা করেছেন যাতে তারা ব্যবসা করতে না পারেন, গোলাপে তিনগুণ চার গুণ পাঁচ গুণ পর্যন্ত ট্রেড লাইসেন্স এর ফ্রি বাড়িয়ে দিয়েছেন ফলে ছোট ছোট ব্যবসায়ীরা হতাশায় পড়েছেন। অনেকে অভিযোগ করেন আমাদের ট্রেড লাইসেন্সের ফ্রি ছিল 260 টাকা এখন হয়েছে ১১৬০ টাকা আপনারাই বলুন এইভাবে যদি বাড়তে থাকে নিয়ম না মেনে আমরা কিভাবে ব্যবসা করবো, ছোট ছোট ব্যবসায়ীদের বুকে হাকিমের বুলেট মারার চেষ্টা করছেন। আমরা তা হতে দেব না।

 

অথচ বড় বড় ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে চলেছেন, বড় বড় ব্যবসায়ীদের জন্য” মহব্বত কা ট্যাবলেট”, তাদের কাজকে মুনাফা করার চেষ্টা করছেন,

 

অবিলম্বে ফি বৃদ্ধি বন্ধ হোক, পুনরায় আগের ফি তে মূল্যবৃদ্ধি হোক, ছোট ছোট ব্যবসায়ীরা কুড়ি কর্মে খাক, তাদের পেটে লাথি মারলে, বড় ব্যবসায়ীদের তোয়াজ করলে আমরা আরও বড়সড়ো আন্দোলনের পথে নামব। সমস্ত ব্যবসায়ীদের নিয়ে।

 

তাই মেয়রকে আজ ডেপুটেশন দিয়ে জানিয়ে দিলাম, এবং ট্রেড লাইসেন্স পুড়িয়ে আজকের প্রতিবাদ।

 

পশ্চিমবঙ্গ intuc সেবা দলের পক্ষ থেকে পুনরায় মেয়েরকে বলছি বিবেচনা করুন, ছোট ছোট ব্যবসায়ীদের পেটে লাথি মারার চেষ্টা করবেন না, তাহলে আমরা ওখান থেকে নামিয়ে পথি বসাবো, তৃণমূল সরকার সব সময় ছোট ছোট ব্যবসায়ীদের বিরোধী। তাহাদের পেটে লাথি মারার চেষ্টা।