খুলনার সোনাডাঙ্গা থানা এলাকা হতে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামিকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে, র্যাব-৬।
ভিকটিম গোলাম হোসেন (২৫) এর সাথে এজাহারে বর্ণিত আসামিদের দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন ২৫ মে রাত অনুমানিক ১১.৫৫ ঘটিকার সময় সোনাডাঙ্গা থানাধীন মেট্রোপলিটন কলেজ রোড সংলগ্ন তপন চানাচুর ফ্যাক্টরীর বিপরীত পাশে ফাঁকা জায়গায় ভিকটিম গোলাম হোসেনকে একা পেয়ে মামলার এজাহারে বর্ণিত ১নং ও ২নং আসামি ছুরি দিয়ে গুরুতর রক্তাক্ত যখম করে।
পরবর্তীতে ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনায় নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মে রাত ১:২৫ ঘটিকায় মৃত্যুবরণ করে।
উক্ত ঘটনার বিষয় ভিকটিমের খালাতো ভাই মোঃ জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে কেএমপি, সোনাডাঙ্গা মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত হত্যার বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যার রহস্য উদঘাটনসহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, স্পেশাল কোম্পানি ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় ২৭ মে আনুমানিক ২:৩০ এর সময় র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনা সোনাডাঙ্গা মডেল থানাধীন সৈয়দ আলী সড়ক এলাকা হতে অভিযান পরিচালনা করে আসামি (১) মোঃ হৃদয় (২৫), পিতা- মৃত আনোয়ার, সাং- হোল্ডিং ৭, ২য় সৈয়দ আলী হোসেন সড়ক, আইডিয়াল কলেজ রোড, সোনাডাঙ্গা থানা, জেলা- কেএমপি, খুলনাকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে কেএমপি, খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।