খুলনার যুব মহিলা লীগের নেত্রী নাসরিন ইসলাম তন্দ্রা ওরফে নাসরিন পারভেজ তন্দ্রাকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানা-পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে খুলনায় আনা হচ্ছে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার বলেন, কেএমপির তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়েছে। আটক নাসরিন খুলনা থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। তাঁকে খুলনায় পাঠানোর প্রস্তুতি চলছে।
তন্দ্রা সবশেষ খুলনা মহানগর যুব মহিলা লীগের সম্মেলন প্রস্তুত কমিটিতে যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি একই সংগঠনের সোনাডাঙ্গা থানা শাখার প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
খুলনা পুলিশের গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, আজ তন্দ্রা মালয়েশিয়া থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেন। ২৮ মে চট্টগ্রাম থেকে তন্দ্রার ইতালির ভিসা সংগ্রহ করার কথা। গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির গোয়েন্দা পুলিশ বিষয়টি ঢাকার বিমানবন্দর থানাকে অবহিত করলে পুলিশ তাঁকে আটক করে।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় এনজিও কর্মী ছিলেন তন্দ্রা। আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। খুলনা, গোপালগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নামে-বেনামে কিনেছেন জমি। খুলনা সোনাডাঙ্গা থানাধীন বয়রায় নির্মাণ করেছেন চোখধাঁধানো আলিশান বাড়ি।
এ ছাড়া রায়ের মহলে কোটি টাকা দামের বেশ কয়েকটি প্লট রয়েছে। রয়েছে তিনটি দামি ব্র্যান্ডের গাড়ি। তবে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তাঁর বাড়িতে হামলা চালিয়ে একটি গাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
জানতে চাইলে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, খুলনা সদর থানার মামলার সন্দিগ্ধ আসামি তন্দ্রা। গোপন সংবাদে জানা যায়, তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসছেন। সে মোতাবেক এয়ারপোর্ট থানাকে অবহিত করা হলে তারা তন্দ্রাকে আটক করে। তন্দ্রাকে খুলনায় আনার প্রস্তুতি চলছে।