আমি মৌসুমী সরকার দোলা (২৮), জং- নারু গোপাল সরকার, সা ৬২৫, ব্যাংকপাড়া, খানা ও জেলা: গোপালগঞ্জ থানায় আসিয়া লিখিতভাবে সাধারন ডায়ের আবেদন করিতেছি যে, অদ্য ১১/০৫/২০২৫ ইং তারিখ রাত অনুমান ৯.০০ ঘটিকার সম আমার বোন পূজা সরকার (১৭), কাউকে কিছু না বলিয়া কোথায় যেন চলে যায়। অতঃপর এখনও বাসায় ফিরে আসে নাই। ইহার পর তাহার বন্ধুবান্ধব ও আমাদের আত্মীয় স্বজন বাড়িতে অনেক খোজাখুজি করি, কিন্তু তাহার কোন খোঁজ না পাওয়ায় বর্তমানে সে নিখো রহিয়াছে। আমি ও আমার পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করিয়া না পাইয়া অত্র থান হাজির হইয়া সাধারণ ডায়েরীর আবেদন করিলাম।
নাম: পূজা সরকার (১৭), গায়ের রং। শ্যমলা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি, মুখ মন্ত্রণ: লা পরনে। ট্রিয়া রং এর থ্রিপিচ পরিহিত ছিল।
তারিখ: ১১/০৫/২০২৫ ইং জিডি নং- ৫৭৯, তারিখ-১১/৫/২০২৫ইং।
বিশেষ দ্রষ্টব্য ঃ যদি কোনো স্ব-হৃদয়বান ব্যক্তি এই মেয়েটির সন্ধান পেয়ে থাকেন উক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো । মৌসুমী সরকার দোলা)মোবাইল নং- ০১৯৫৮৩৪১১৪৪