২৫ মে ৮ টায় খুলনা রূপসা উপজেলার মোঃ রনি ওরফে কালো রনি (৩৬), পিতাঃ মোঃ আনোয়ার হাওলাদার, গ্রামঃ মোছাব্বর পুর, থানাঃ রুপসা, জেলাঃ খুলনা কে বা কারা অজ্ঞাত নামা কিছু সন্ত্রাসীরা গুলি করে মেরে বাড়ির ভিটায় ফেলে রেখে যায়। উক্ত মৃত্যুর ঘটনা শুনে রুপসা থানা পুলিশ কর্তৃক মৃত লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। উক্ত বিষয়ে রূপসা থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।