শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক বিশেষ শিক্ষা ও সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে ডিএমপির-ট্রাফিক তেজগাঁও বিভাগের উদ্যোগে Japan International Cooperation Agency (JICA)-এর সহযোগিতায় Dhaka Road Traffic Safety Project (DRSP)-এর আওতায় সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডিএমপির-ট্রাফিক তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, শিশুদের মধ্যে ট্রাফিক আইন, পথচারী নিরাপত্তা এবং সড়কে সচেতন আচরণ গড়ে তোলার লক্ষ্যে তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও শেরেবাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় দুটি বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠিতব্য কর্মশালায় রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহারের গুরুত্ব, গাড়িতে সিটবেল্ট ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা, চলন্ত গাড়ির জানালা দিয়ে মাথা বা হাত না বের করা, ট্রাফিক সিগন্যাল অনুসরণ ও প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করা হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন শেরেবাংলানগর ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাকির হোসেনসহ সংশ্লিষ্ট জোনের ট্রাফিক-ইন্সপেক্টরগণ। তারা শিশুদের উদ্দেশ্যে সড়কে সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
শিক্ষার্থীদের উৎসাহপূর্ণ অংশগ্রহণে কর্মশালাটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়। এই ধরনের কার্যক্রম শিশুদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং নিরাপদ ভবিষ্যৎ গড়তে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ডিএমপি ও জাইকার প্রতিনিধিরা মনে করেন।