লবনচরা থানাধীন শিপইয়ার্ড মেইন গেটের সামনে, হাজী মোঃ মোশারফ হোসেনের তৃতীয়তলা বাড়ির পিছনে।
২৩ মে সময়:-আনুমানিক ০৩ঃ৪০ ঘটিকায় লবণচরা থানাধীন শিপইয়ার্ড মেইন রোডস্হ , শিপইয়ার্ড মেইন গেটের সামনে হাজী মোঃ মোশারফ হোসেনের তৃতীয়তলা বাড়ির পিছনের পশ্চিম পাশে নিচে পাকার উপর হাত,পা, মাথা ও মুখ বাধা অবস্থায়, মোশাররফ সাহেবের বাড়ির ভাড়াটিয়া মোঃ আশরাফুল ইসলাম, পিতা:সাদিকুল সানা, সাং:চর বলমারা, থানা: মঠ বাড়িয়া, জেলা পিরোজপুর রাত ৩.৪০ ঘটিকায় কুকুরে ডাক শুনে ঘুম ভেঙ্গে গেলে অজ্ঞতনামা আনুমানিক (৩৫)এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন।
লাশের মাথা মুখমন্ডল ও শরীরে বিভিন্ন জায়গায় রক্তাক্ত আঘাতের চিহ্ন এবং হাত পা নীল ও হলুদ রং এর সুতি কাপড় ও পলিথিন দিয়ে মাথা মুখমন্ডল বাধা।