মোঃ মামুন মোল্লা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হজরত আলীর পদত্যাগ চেয়ে একদফার নতুন কর্মসূচী ঘোষনা করেছে আন্দোলনরত শিক্ষকরা। ২১ মে দুপুরে প্রশাসনিক ভবনের সভাকক্ষে শিক্ষক সমিতির সাধারণ সভার শেষে নেতৃবৃন্দ এ কর্মসূচী ঘোষনা করেন। দুপুর আড়াইটায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন এক প্রেস ব্রিফিংএ এ একদফা দাবির সিদ্ধান্তর কথা জানান। প্রেস ব্রিফিংএ তিনি বলেন , শিক্ষকরা তাদের দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বৈঠক করেছেন। শিক্ষক সমিতির পক্ষ থেকে ৭ কর্ম দিবসের সময় দিয়ে ছিলো। কিন্ত তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কুয়েটের আইনের বাইরে গিয়ে ভিসি দোষীদের বিচারিক কার্যক্রম স্থগিত করে রেখেছে। যার কারনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সংকটের মধ্যে পড়েছে। ছাত্র-শিক্ষকদের দাবির প্রতি অবজ্ঞা এবং কুয়েটের ভিসি সঠিক দায়িত¦ পালন না করায় তার বিরুদ্ধে অনাস্থা ঘোষনা করা হলো। সেই সাথে প্রফেসর ড. হজরত আলীকে ভিসির দায়িত্ব থেকে পদত্যাগ করার আহবান জানান।, কুয়েট বান্ধব একজন নতুন ভিসি নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের প্রতি জোর আহবান জানান ড. ফারুক হোসেন। এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতর প্রতিবাদে ও দোষীদের বিচার কার্যক্রম দ্রত শেষ করার দাবিতে কর্মবিরতি অব্যহত থাকার কথা জানান শিক্ষক নেতারা। আগামীকাল সকাল সাড়ে ১১টায় কুয়েট দুর্বার বাংলার সামনে মানববন্ধন কর্মসূচী পালন করবে শিক্ষক সমিতি। বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা এ কর্মসূচীতে অংশ নিবে।
শিক্ষকদের লাঞ্ছিত সহ পাঁচ দফা দাবিতে গেল ৪ মে থেকে ক্লাশ বর্জন সহ প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা।