Dhaka 11:36 pm, Sunday, 4 May 2025

চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় প্রতারণার নানা আলামত।

শনিবার (০৩ মে) রাতে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালায় সেনাবাহিনী।

প্রতারক চক্রের দুই সদস্য হলেন- তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। তারা দুজনই বগুড়া শহরের শাকপালা এলাকার বাসিন্দা।

অভিযানের সময় সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী এক যুবককে উদ্ধার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা সাকিব মিয়া (১৮)। তাকে চক্রটি চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখেছিল।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রথমে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে সাকিব মিয়াকে উদ্ধার এবং চক্রের অন্যতম সদস্য বায়েজিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শাকপালা এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয় সাতজন চাকরিপ্রার্থীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, চারটি ব্যাংক চেক এবং ১০০ টাকার মূল্যের ১৪টি বিভিন্ন ব্যক্তির স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প।

সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। কেউ যদি নিজ যোগ্যতায় চাকরি পেত, তাহলেও তারা পূর্বে করা চুক্তির ভিত্তিতে অর্থ আদায় করত।

তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় একজন এবং সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় চারজন চাকরিপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে সংশ্লিষ্টদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা, সাহায্য চেয়ে সারজিস ও হান্নানের পোস্ট

চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা, চক্রের ২ সদস্য গ্রেপ্তার

প্রকাশঃ 10:34:28 am, Sunday, 4 May 2025
বগুড়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় উদ্ধার করা হয় প্রতারণার নানা আলামত।

শনিবার (০৩ মে) রাতে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালায় সেনাবাহিনী।

প্রতারক চক্রের দুই সদস্য হলেন- তাহের আলী রঞ্জু (৪০) ও বায়েজিদ মিয়া (৩৮)। তারা দুজনই বগুড়া শহরের শাকপালা এলাকার বাসিন্দা।

অভিযানের সময় সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী এক যুবককে উদ্ধার করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকার বাসিন্দা সাকিব মিয়া (১৮)। তাকে চক্রটি চাকরি দেওয়ার কথা বলে আটকে রেখেছিল।

গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, সেনাবাহিনী প্রথমে শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনের ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকে সাকিব মিয়াকে উদ্ধার এবং চক্রের অন্যতম সদস্য বায়েজিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে শাকপালা এলাকায় অভিযান চালিয়ে মূলহোতা তাহের আলী রঞ্জুকে গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালে উদ্ধার করা হয় সাতজন চাকরিপ্রার্থীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, চারটি ব্যাংক চেক এবং ১০০ টাকার মূল্যের ১৪টি বিভিন্ন ব্যক্তির স্বাক্ষরকৃত ফাঁকা স্ট্যাম্প।

সেনাবাহিনীর ক্যাপ্টেন জানে আলম সাদিফ জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিল। কেউ যদি নিজ যোগ্যতায় চাকরি পেত, তাহলেও তারা পূর্বে করা চুক্তির ভিত্তিতে অর্থ আদায় করত।

তিনি আরও জানান, সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় একজন এবং সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় চারজন চাকরিপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। তবে সংশ্লিষ্টদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।