Dhaka 10:52 pm, Sunday, 4 May 2025

শেরপুরে ট্রাকচাপায় অটোচালক নিহত, আহত ৫

শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দি‌কে উপ‌জেলার যোগানীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহতরা হলেন- যোগানিয়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), যোগানিয়া কান্দাপাড়া গ্রামের জহিরন নেছা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫) একই গ্রামের আজাহার আলী (৪০) ও গোবিন্দনগর গ্রামের কাজল রেখা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে যোগানীয়া ইউনিয়নের বাইটকামারী ব্রিজের কাছাকাছি এলে অটোরিকশাটি উল্টে যায়। একই সময়ে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান কাজিমদ্দিন। আহত হন অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে জহিরন নেছা ও আফাজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে হাসনাতের গাড়িতে হামলা, সাহায্য চেয়ে সারজিস ও হান্নানের পোস্ট

শেরপুরে ট্রাকচাপায় অটোচালক নিহত, আহত ৫

প্রকাশঃ 07:07:32 am, Sunday, 4 May 2025
শেরপুরের নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় কাজিমদ্দিন ওরফে তারু মিয়া নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন।

শনিবার (৩ এপ্রিল) রাত ৯টার দি‌কে উপ‌জেলার যোগানীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহতরা হলেন- যোগানিয়া গ্রামের আফাজ উদ্দিন (৩২), যোগানিয়া কান্দাপাড়া গ্রামের জহিরন নেছা (৫৫), বাইটকামারী গ্রামের ছাদেক আলী (৩৫) একই গ্রামের আজাহার আলী (৪০) ও গোবিন্দনগর গ্রামের কাজল রেখা (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নকলা থেকে আটজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল। রাত ৯টার দিকে যোগানীয়া ইউনিয়নের বাইটকামারী ব্রিজের কাছাকাছি এলে অটোরিকশাটি উল্টে যায়। একই সময়ে বিপরীতমুখী পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে মারা যান কাজিমদ্দিন। আহত হন অটোরিকশায় থাকা আরও পাঁচ যাত্রী।

নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে জহিরন নেছা ও আফাজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।