ঢাকা, ১৩ এপ্রিল — মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের বিষয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে গ্রেপ্তারের প্রক্রিয়াটি সঠিক ছিল না বলেও তিনি মত দিয়েছেন।
রোববার সমসাময়িক ইস্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
মেঘনা আলমকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, সেই প্রক্রিয়ার সমালোচনা করে আইন উপদেষ্টা বলেন, “আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।” তবে তিনি ইঙ্গিত দেন, তার বিরুদ্ধে কিছু নির্দিষ্ট অভিযোগ থাকায় বিষয়টি সহজভাবে দেখার সুযোগ নেই।
এছাড়া সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ নিয়ে বিস্তারিত তথ্য দেন। আইন উপদেষ্টার ভাষ্যে, “বাংলাদেশ ব্যাংক থেকে ৮৮ মিলিয়ন ডলার চুরি হয়েছিল। এর মধ্যে ৬৬ মিলিয়ন ডলার উদ্ধার করা গেছে। বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে।”
তিনি বলেন, মূলত ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা ছিল। আসলে বাংলাদেশকে বিপদে ফেলার পরিকল্পনা ছিল তাদের। যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা হবে।
এদিকে মাগুরার আলোচিত আছিয়া হত্যা মামলার চার্জশিট প্রস্তুত হয়েছে বলেও সাংবাদিকদের জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, “আজই চার্জশিট আদালতে দাখিল করা হবে। এই মামলার বিচার দ্রুত সময়ের মধ্যেই শেষ করা হবে।”