Dhaka 2:40 am, Monday, 18 August 2025

হঠাৎ কি কারণে সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির একটি সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ১ সেপ্টেম্বর তিনি ডিবির প্রধানের দায়িত্ব নেন।

সম্প্রতি মডেল মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনায় ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, “মেঘনা আলমকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা যথাযথ হয়নি।”

এই ঘটনার পরপরই রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

গভ. ল্যাবরেটরি হাইস্কুলের এস এস সি-২০২৫ জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি ল্যাবরেটরিয়ানদের সংবর্ধনা প্রদান

হঠাৎ কি কারণে সরিয়ে দেওয়া হলো ডিবিপ্রধান মল্লিককে

প্রকাশঃ 07:39:39 am, Sunday, 13 April 2025

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক স্বার্থে রেজাউল করিম মল্লিককে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

ডিএমপির একটি সূত্র জানায়, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। গত বছরের ১ সেপ্টেম্বর তিনি ডিবির প্রধানের দায়িত্ব নেন।

সম্প্রতি মডেল মেঘনা আলমকে গ্রেফতারের ঘটনায় ডিবির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের জন্য আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত বৃহস্পতিবার রাতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ।

রোববার এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট বিশ্লেষক ড. আসিফ নজরুল বলেন, “মেঘনা আলমকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, তা যথাযথ হয়নি।”

এই ঘটনার পরপরই রেজাউল করিম মল্লিককে ডিবিপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো বলে মনে করা হচ্ছে।