“বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ পঞ্চগড় জেলা প্রশাসনের ইকো পার্কে মাশরুম ও মুক্তা চাষ প্রকল্পের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা জামায়াতের আমির ইকবাল হুসাইনসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতারা।
সার্জিস আলম বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, ছাত্রদের নেতৃত্বে হওয়া অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আমি বিশ্বাস করি, এ ক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে। কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।’
বিএনপি নেতা শামসুজ্জামান দুদুর এক সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, “এটি তাঁর ব্যক্তিগত মতামত, বিএনপির নয়। আমরা তাঁদের সিনিয়র মনে করি, তাঁদের কাছ থেকে শিখতে চাই। কিন্তু যদি প্রতিহিংসার রাজনীতি ও অপমানসূচক কথাবার্তা আবার শুরু হয়, তা রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর হবে।”
তিনি আরও বলেন, “ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছে ঠিকই, কিন্তু এ আন্দোলনের ত্যাগ পুরো বাংলাদেশের। যারা আন্দোলনে অংশ নিয়েছে, তারা এখন বুক ফুলিয়ে কথা বলছে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
ভারতের ট্রান্সশিপম্যান্ট চুক্তি বাতিল প্রসঙ্গে সার্জিস আলম বলেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক কখনও মুখোমুখি অবস্থানে যাবে না, আমরা এটাই চাই। তবে কেউ যদি বাংলাদেশকে বঞ্চিত করে, বাংলাদেশ তখন বিকল্প পথ খুঁজে নেবে। বিশ্বে বহু সম্ভাবনা ও সম্পর্কের সুযোগ রয়েছে।”
তিনি আরও যোগ করেন, “ভারত হোক বা অন্য কোনো দেশ—যদি আমাদের বাণিজ্যিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করে, তাহলে আমরা বিকল্প খুঁজে নেব। আমরা চাই, রাজনৈতিক নয়, রাষ্ট্রীয়ভাবে সম্পর্ক পরিচালিত হোক এবং পরস্পরের স্বার্থ রক্ষা করে বাণিজ্যিক চুক্তি হোক।”