গাজায় নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশে রওনা হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে আজহারী লিখেছেন, ‘মজলুম গাজাবাসীর প্রতি সংহতি জানাতে এই মুহূর্তে আছি মার্চ ফর গাজার পথে। মানবতার এ মিছিলে আপনিও আসুন প্রিয়জনদের সঙ্গে নিয়ে।’
এদিকে কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হচ্ছেন হাজারো মানুষ। এসব মিছিলে অংশ নিচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, এমনকি পরিবারের সদস্যরাও।
মিছিলে অংশগ্রহণকারীদের অনেকের হাতে ছিল ফিলিস্তিনের জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড।
আয়োজকরা বলছেন, গাজায় চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
সোহরাওয়ার্দী উদ্যানে ক্রমেই বাড়ছে জনস্রোত, যা এক হৃদয়গ্রাহী মানবিক সংহতির চিত্র তুলে ধরছে।