Dhaka 10:16 pm, Tuesday, 1 July 2025

দীর্ঘদিন পর সন্ধান মিলল ওবায়দুল কাদেরের, রয়েছেন ভারতের যেখানে

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সম্প্রতি ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে হঠাৎ করেই ওবায়দুল কাদেরকে দেখতে পান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, তার বন্ধু হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন রুমের দরজা খোলে, তখন আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হন। বন্ধুটি তাকিয়েই বলে ওঠেন, “ওবায়দুল কাদের না!” — এই কথার সঙ্গে সঙ্গেই ওই ভদ্রলোক মাস্ক পরে দ্রুত সরে যান।

ওই বন্ধুর বরাতে গাজী নাসির আরও লিখেছেন, “লোকটাকে দেখে মনে হচ্ছিল পুরো চনমনে, সুস্থ। চিন্তা করতে করতে উনি একেবারে বেরিয়ে গেলেন।”

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল জনমনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্য অনেক নেতা-কর্মীর অবস্থান নিশ্চিত হলেও, কাদেরকে নিয়ে ছিলো ধোঁয়াশা।

এমনকি অনেকে দাবি করেছিলেন, তিনি ভারতে পালিয়েছেন। একটি জাতীয় দৈনিক দাবি করেছিল, ক্ষমতা হারানোর পর তিনি প্রায় তিন মাস বাংলাদেশেই ছিলেন এবং গত বছরের ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় যান।

সর্বশেষ এই ঘটনাটি সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার বর্তমান অবস্থান ও শারীরিক সুস্থতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিচ্ছে।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দীর্ঘদিন পর সন্ধান মিলল ওবায়দুল কাদেরের, রয়েছেন ভারতের যেখানে

প্রকাশঃ 04:35:14 am, Saturday, 12 April 2025

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রী এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সম্প্রতি ডিজিটাল সংবাদমাধ্যম ‘সকাল সন্ধ্যা’র সম্পাদক গাজী নাসির উদ্দীন আহমেদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, তার এক বন্ধু চিকিৎসার জন্য কলকাতার অ্যাপোলো হাসপাতালে গেলে সেখানে হঠাৎ করেই ওবায়দুল কাদেরকে দেখতে পান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, তার বন্ধু হাসপাতালের এন্ডোক্রাইনোলজিস্ট ডা. শ্যামাশীষ ব্যানার্জীর জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ অপেক্ষার পর যখন রুমের দরজা খোলে, তখন আকাশি রঙের টি-শার্ট ও প্যান্ট পরা এক ভদ্রলোক বের হন। বন্ধুটি তাকিয়েই বলে ওঠেন, “ওবায়দুল কাদের না!” — এই কথার সঙ্গে সঙ্গেই ওই ভদ্রলোক মাস্ক পরে দ্রুত সরে যান।

ওই বন্ধুর বরাতে গাজী নাসির আরও লিখেছেন, “লোকটাকে দেখে মনে হচ্ছিল পুরো চনমনে, সুস্থ। চিন্তা করতে করতে উনি একেবারে বেরিয়ে গেলেন।”

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল জনমনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অন্য অনেক নেতা-কর্মীর অবস্থান নিশ্চিত হলেও, কাদেরকে নিয়ে ছিলো ধোঁয়াশা।

এমনকি অনেকে দাবি করেছিলেন, তিনি ভারতে পালিয়েছেন। একটি জাতীয় দৈনিক দাবি করেছিল, ক্ষমতা হারানোর পর তিনি প্রায় তিন মাস বাংলাদেশেই ছিলেন এবং গত বছরের ৮ নভেম্বর শিলং হয়ে কলকাতায় যান।

সর্বশেষ এই ঘটনাটি সেই জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তার বর্তমান অবস্থান ও শারীরিক সুস্থতা সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিচ্ছে।