আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্র মাসের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল রোববার রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটির দিন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
১৩ এপ্রিলের এই সাধারণ ছুটির সঙ্গে ১২ এপ্রিল শুক্রবার ও ১৩ এপ্রিল শনিবারের সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল সোমবার পহেলা বৈশাখের সরকারি ছুটি মিলে তিন পার্বত্য জেলার মানুষ পাচ্ছেন টানা চার দিনের ছুটি।
এছাড়া বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, ১৩ এপ্রিল রোববার পার্বত্য তিন জেলার সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখাও বন্ধ থাকবে।