Dhaka 9:19 am, Thursday, 17 April 2025

না ফেরার দেশে সেই পুলিশ কর্মকর্তা, আর হবে না বাড়ি ফেরা

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই) কিশোরগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ হলে তারা বাসার মালিককে বিষয়টি জানান। বাসার মালিক ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, আমিনুল ঈদে স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে একা বাসায় অবস্থান করছিলেন। ঈদের ছুটি শেষে গত শনিবার (৫ এপ্রিল) কর্মস্থলে ফিরে আসেন তিনি। রোববার (৬ এপ্রিল) তিনি ডিউটি করলেও সোমবার তার কোনো দায়িত্ব ছিল না।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

না ফেরার দেশে সেই পুলিশ কর্মকর্তা, আর হবে না বাড়ি ফেরা

প্রকাশঃ 10:30:24 am, Tuesday, 8 April 2025

কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার একটি ভাড়া বাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে পুলিশের এক সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (৭ এপ্রিল) রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমিনুল ইসলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার গঙ্গানগর গ্রামের আবদুল হামিদের ছেলে। তিনি গত চার বছর ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (পিবিআই) কিশোরগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সর্বশেষ পরিবারের সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের সন্দেহ হলে তারা বাসার মালিককে বিষয়টি জানান। বাসার মালিক ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, আমিনুল ঈদে স্ত্রী ও সন্তানকে গ্রামের বাড়িতে পাঠিয়ে একা বাসায় অবস্থান করছিলেন। ঈদের ছুটি শেষে গত শনিবার (৫ এপ্রিল) কর্মস্থলে ফিরে আসেন তিনি। রোববার (৬ এপ্রিল) তিনি ডিউটি করলেও সোমবার তার কোনো দায়িত্ব ছিল না।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।