চট্টগ্রাম মহানগরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে সামনে রেখে ব্যতিক্রমী এক সন্ত্রাসবিরোধী মহড়া চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনসচেতনতা তৈরির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়, যাতে সাধারণ মানুষ সন্ত্রাসীদের ভয় না পেয়ে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে উৎসাহিত হয়।
সিএমপি জানায়, ছোট সাজ্জাদ বর্তমানে চান্দগাঁও থানার তাহসিন হত্যা মামলায় রিমান্ডে রয়েছে। তাকে গ্রেপ্তারের পর গত ৬ এপ্রিল রাউজান উপজেলা এবং ৭ এপ্রিল নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালানো হয়।
মহড়ায় পুলিশের মাইকিং ও প্রচারণামূলক বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, পুলিশের একজন কর্মকর্তা বলেন, “সন্ত্রাসী ছোট সাজ্জাদকে সিএমপি কমিশনার স্যারের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখে কেউই বড় নয়।”
তিনি আরও বলেন, “যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের পরিণতি সাজ্জাদের মতোই হবে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী।”
মহড়ার সময় ছোট সাজ্জাদের মাথায় হেলমেট, কোমরে রশি ও পেছনে হাতকড়া ছিল। তাকে হাঁটিয়ে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। পুলিশ মাইকিং করে বলেন, “কোথাও সন্ত্রাসী বা চাঁদাবাজ দেখলে তাকে ঘেরাও করে পুলিশে দিন।”
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ বোস্তামী, খুলশি, পাঁচলাইশ ও চান্দগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে ছোট সাজ্জাদের সন্ত্রাসী তৎপরতায় সাধারণ মানুষ আতঙ্কে ছিলেন। এই মহড়ার মাধ্যমে এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে রাজধানী ঢাকা থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাকাণ্ডসহ মোট ১৭টি মামলা রয়েছে।