গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় চলমান ইসরায়েলি তান্ডবে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। আর এ বিষয়টিকে কেন্দ্র করে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভ এসে ঢাকার রাস্তায় সশরীরে বিক্ষোভ করার অঙ্গীকার করলেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী।
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শনিবার (১২ এপ্রিল) ঢাকায় এই বিক্ষোভের ডাক দেন তিনি।
সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।
পাঠকদের উদ্দেশ্যে তার ভিডিও বার্তাটি হুবহু তুলে ধরা হলো-
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউয়েতে গিয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন।
এদিকে গতকাল সোমবার (০৭ এপ্রিল) গাজায় চলমান ইসরায়েলি তান্ডবের প্রতিবাদে সারা-বাংলাদেশেজুড়ে অনুষ্ঠিত হয় বিশাল এক বিক্ষোভ। এতে অংশ নেয় প্রায় সব শ্রেণীর মানুষ।