ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার অনুপস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৪ এপ্রিল) নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে উঠে এসেছে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রসঙ্গ।
ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।’
এছাড়াও মিশ্রি জানান, প্রধানমন্ত্রী মোদি বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, “মোদি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পক্ষে ভারতের সমর্থনের কথা স্পষ্টভাবে জানিয়েছেন।”
বৈঠকে মোদি সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আইনের কঠোর প্রয়োগের ওপর জোর দেন। পাশাপাশি, তিনি পরিবেশকে ঘিরে উত্তেজনাপূর্ণ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানান মিশ্রি।
এই বৈঠককে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, বিশেষত বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তরের প্রেক্ষাপটে।