Dhaka 9:07 am, Thursday, 17 April 2025

হঠাৎ সৌদির নিষেধাজ্ঞা, বাংলাদেশসহ ১৪ দেশের প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। মূলত, হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।

নিষেধাজ্ঞাটি ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে। শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনের নাগরিকরা আপাতত সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে, কূটনৈতিক সূত্রগুলোর মতে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই সাময়িক নিষেধাজ্ঞার অন্যতম প্রধান কারণ হলো হজ মৌসুমে অবৈধভাবে হজ পালন প্রতিরোধ করা। অতীতে অনেকেই একাধিকবার ভিসার সুযোগ নিয়ে হজের সময় সৌদিতে প্রবেশ করেছেন এবং সেখানে থেকে গিয়ে অবৈধভাবে হজে অংশ নিয়েছেন। এতে করে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছে।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সহজ করতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে জরিমানার সম্মুখীন না হতে হয়।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

হঠাৎ সৌদির নিষেধাজ্ঞা, বাংলাদেশসহ ১৪ দেশের প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ

প্রকাশঃ 07:43:34 am, Monday, 7 April 2025

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। মূলত, হজের মৌসুমকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার।

নিষেধাজ্ঞাটি ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসার ওপর প্রযোজ্য হবে। শনিবার (৫ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

কয়েকটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেনের নাগরিকরা আপাতত সৌদিতে প্রবেশ করতে পারবেন। তবে, কূটনৈতিক সূত্রগুলোর মতে, আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে এই সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই সাময়িক নিষেধাজ্ঞার অন্যতম প্রধান কারণ হলো হজ মৌসুমে অবৈধভাবে হজ পালন প্রতিরোধ করা। অতীতে অনেকেই একাধিকবার ভিসার সুযোগ নিয়ে হজের সময় সৌদিতে প্রবেশ করেছেন এবং সেখানে থেকে গিয়ে অবৈধভাবে হজে অংশ নিয়েছেন। এতে করে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত সমস্যা তৈরি হয়েছে।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে প্রবেশ করে নিয়ম ভেঙে কাজ করেন যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সহজ করতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে, যাতে জরিমানার সম্মুখীন না হতে হয়।