নাড়ির টানে বাড়ি ফেরা জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত সতর্ক অবস্থানে রয়েছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে বাবুগঞ্জ উপজেলার এয়ারপোর্ট থানা এলাকায় এক পুলিশি মহড়ায় অনুষ্ঠিত হয়েছে।
এয়ারপোর্ট থানা থেকে নথুল্লাবাদ টু রায়পাশা, কড়াপুর টু মাধবপাশা, রহমতপুর হয়ে এয়ারপোর্ট থানা চত্বরে এসে শেষ হয়।
এ সময় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির সিকদার থানার সকল পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ঈদ উপলক্ষে যাতে সাধারণ মানুষ সন্ত্রাসী ও চাঁদাবাজরা কাছে জিম্মি না থাকে সেদিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, সন্ত্রাসী ও চাঁদাবাজ যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না।