পাইকগাছায় ব্যবসায়ী মোখলেছুর রহমানের আনীত অভিযোগের ভিত্তিতে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন মেছের আলী সানা।
বুধবার দুপুরে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেছের আলী সানা জানান, গত ২৪ মার্চ-২৫ তারিখ মৎস্য আড়ৎদারী সমিতি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমানের আনীত ৫০ হাজার টাকার চাঁদাদাবী ও খুন জখমের হুমকির মনগড়া অভিযোগের কোন ভিত্তি নেই।
আমার রাজনৈতিক ভর্বিষ্যত নষ্ট করতে ষড়যন্ত্রমূলক ভাবে এসব অভিযোগ করেছেন।
মূলত ২১ মার্চ মুর্শিদ মৎস্য আড়ৎ এ মাছ-ক্রয় বিক্রয় নিয়ে মিজানুরের সাথে তর্ক বির্তকের জেরে মোখলেছুর ও তার ছেলে-ভাগ্নে মিজানুর’কে লাঞ্ছিত করে টাকা নিয়ে নেয়।
পরবর্তীতে মোখলেছ পৌর বিএনপির সাবেক নেতা মিলনের মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য আমাকেও অনুনয়-বিনয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য তুষার কান্তি মন্ডল, কৃষকদের সাধারন সম্পাদক আবুল কাশেম,বিএনপি নেতা আঃ মজিদ গোলদার,এ্যাড, সাইফুল্লাহ সুমন,কৃষকদল নেতা সেকেন্দার আলী, আঃ রহিম, যুবদল নেতা হুরাইরা বাদশা সহ দলীয় নেতা-কর্মীরা।