২৬ মার্চ তারিখ ভোর ০৫ টায় র্যাব—৬ যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর ইউনিয়নের মানিকিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করেছে।তাৎক্ষণিক আভিযানিক দলটি ২৬ মার্চ সাড়ে ৬ টায় উক্ত বাড়িতে পৌঁছে বাড়িটি ঘেরাওপূর্বক আসামি , মোঃ সবুজ হোসেন মুন্নাকে (২৯) গ্রেফতার করে। উক্ত বাড়ির রান্নাঘরের ভেতর টিনের ড্রামে বিশেষ কায়দায় লুকানো মোট ৯৬ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৯,২০,০০০ টাকা। আসামি মোঃ সবুজ হোসেন মুন্না যশোর জেলাসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকব্যবসা করে । উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামি সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।