খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্ণার পরিদর্শন করেছেন জাপানি প্রতিনিধিদল।
১৯ মার্চ বুধবার সকালে পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রেজাউল করিম রাজিবসহ ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফ উপস্থিত ছিলেন। জাপানি প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, প্রোজেক্ট ম্যানেজার তামিকো ইশিয়ামা ও হেলথ এক্সপার্ট ইউকা ইয়ামাতো। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণার পরিদর্শন করে জাপানি প্রতিনিধি দল ভূয়সী প্রশংসা করেন। এনসিডি কর্ণারে সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। এ সময় রোগীকে উন্নত সেবা প্রদানের বিষয়সহ আরো নানাবিধ বিষয় নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের কমকর্তাদের সাথে কথা বলেন প্রতিনিধি দল। কয়রায় চিকিৎসা সেবা থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে কথা বলেন তারা।
রোগীরা বলেন কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার সংকটের কারণে তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
হাসপাতালের চিকিৎসার পরিবেশ সন্তোষজনক বলে জানান জাপানিজ দল।
কয়রা, খুলনা প্রতিনিধি
তারিখঃ ১৯/০৩/২৫ ইং।