সারস মোল্লা
গোপালগঞ্জে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে জেলা বিএনপি‘র সদস্য সচিব এডভোকেট আবুল খায়েরের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
এসময় জেলা বিএনপির সদস্য এ্যাডভোকেট এস এম তৌফিক, আজিজুর রহমান বেনা, কে এম বাবর ও জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা ও সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্না, জেলা যুবদল সভাপতি রিয়াজউদ্দিন লিপ্টন ও সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান, সদর উপজেলা ছাত্রদল সভাপতি তাসবীর হোসেন, সদর উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি শেখ হাফিজুর রহমান, জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেখ রেজভী আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, শ্রমিক দলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ, যুবদল নেতা রাজিব বিশ্বাস ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা মোল্লাসহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ।