অরবিন্দ কুমার মণ্ডল
কয়রা থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩ আসামী কয়রা ও দক্ষিণ বেদকাশী থেকে গ্রেফতার হয়েছে।
১৩ আগস্ট বুধবার কয়রা থানা পুলিশের একটি বিশেষ দল পৃথক অভিযানে তিনটি মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে হত্যাচেষ্টা মামলার এক আসামিসহ দুইজন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের আজ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি বিশেষ অভিযানে জোড়শিং গ্রামের মৃত অশ্বিনী কুমার মন্ডলের ছেলে অমিয় কুমার মন্ডল (৪৮) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কয়রা থানার এফআইআর নং-২, তারিখ-০২/০৮/২৫-এর অধীনে ৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/ ৩৭৯ /৫০৬ (২)১১৪ ধারায় হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
একই দিনে, আরেকটি অভিযানে সিআর-৮৩৮/২৪ নম্বর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি দক্ষিণ বেদকাশী গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে হাবিবুর গাজীকে গ্রেফতার করা হয়।
এছাড়া, সিআর-৬৫৫/২৪ নম্বর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ১নং কয়রা গ্রামের মোঃ সামাদ মোল্যার ছেলে আব্দুস সাত্তার মোল্যাকেও পুলিশ গ্রেফতার করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ জি এম ইমদাদুল হক জানিয়েছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় সোপর্দ করা হয়েছে।