মামলা সূত্রে জানা যায় যে, ভিকটিম কলেজে পড়ালেখার সময় অত্র মামলার আসামী সালমান, ভিকটিমকে বিভিন্ন মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ উদ্দেশ্যে ভালবাসার ফাঁদে ফেলে গত ইং ১২/০৫/২০১৯ তারিখে বাড়ি থেকে ভাগিয়ে বিয়ে করে এবং কয়েকমাস অজ্ঞাত স্থানে বসবাস করার পর আসামী ভিকটিমকে নিয়ে তার নিজ বাড়িতে উঠে। ভিকটিমকে তার শ্বশুর বাড়ির লোকজন ভালো ভাবে মেনে নেয় না। ফলে বিভিন্ন সময় তার উপর নির্যাতন অব্যাহত রাখে। এক পর্যায়ে ভিকটিমের স্বামী সহ তার পরিবারের লোকজন ভিকটিমের নিকট ০৪ লক্ষ টাকা যৌতুক দাবী করে এবং ভিকটিমের বাবার বাড়ি থেকে উক্ত টাকা নিয়ে আসার জন্য বিভিন্ন ভাবে নির্যাতন করে। পক্ষান্তরে ভিকটিম জানায়, সে বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করেছে তাই যৌতুকের টাকা এনে দিতে পারবে না এবং স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবে না। ভিকটিমের কথা শুনে আসামীরা ক্ষিপ্ত হয়ে ইং ২৭/০৫/২০২০ তারিখে ভিকটিমের স্বামী মোঃ সালমান, শ্বশুর, শাশুড়ী ও মামাতো দেবর মোঃ ছবুর হোসেন মিলে পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যা করে। হত্যা নিশ্চিত করে আসামীরা প্রতিবেশীদের একত্রিত করে জানায় যে, ভিকটিম বিষ পান করে আত্মহত্যা করেছে। এ বিষয়ে প্রাথমিক পর্যায়ে যশোর জেলার বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয় এবং পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে এজাহার দায়ের করেন। মামলা রুজু হলে সকল আসামীদের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করেন। পরবর্তীতে বিজ্ঞ আলাদত হতে তারা জামিনে মুক্তি পেয়ে নিয়মিত হাজিরা না দিয়ে নিজেদের আত্মগোপন করলে বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেন।
র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং গোপন সংবাদের ভিত্তিতে ইং ১৭/০৩/২০২৪ তারিখ দিবাগত রাত আনুমানিক ০৩.১৫ ঘটিকায় জানতে পারে যে, যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বহরমপুর এলাকায় উক্ত মামলার ২নং আসামী (i) সাইদুর রহমান(৬০), পিতা- মোঃ বদর আলী, ৩নং আসামী (ii) শরিফা বেগম (৫০), স্বামী- সাইদুর রহমান, ৪নং আসামী (iii) মোঃ ছবুর হোসেন (৪২), পিতা- নুরুল হুদা, সর্ব সাং- বহরমপুর, থানা- বাঘারপাড়া, জেলা- যশোর অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ইং ১৭/০৩/২০২৪ তারিখ ভোররাত আনুমানিক ০৪.৩০ ঘটিকায় গ্রেফতারি পরোয়ানা মূলে আসামী (i) সাইদুর রহমান(৬০), (ii) শরিফা বেগম (৫০) ও (iii) মোঃ ছবুর হোসেন (৪২)দের’কে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদের যশোর জেলার বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের তথ্য / জে আর