চিতলমারীতে চরবানিয়ারী পশ্চিম পাড়া হরি মন্দিরে বার্ষিক মতুয়া মহাসম্মেলন

received_1464945110760334.jpeg

বাগেরহাটের চিতলমারীতে  চরবানিয়ারী পশ্চিমপাড়া হরি মন্দিরে দিন ব্যাপী হরিনাম মহা সংকীর্তন, ধর্মলোচনা ও মহোৎসবের মধ্য দিয়ে ৩য় তম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চরবানিয়ারী পশ্চিমপাড়া  মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে দিন ব্যাপী  এ মহোৎসব ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলঘট স্থাপন ও হরি লীলামৃত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের মহাসংঘাধিপতি ও শ্রীধাম ওড়াকান্দি ধামের বর্তমান ছোট মা শ্রী শ্রী সীমা দেবী ঠাকুরানী। এ সময় বাংলাদেশ মতুয়া মহাসংঘের চিতলমারী উপজেলা শাখার সভাপতি অলোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও শিক্ষক অসিত বাড়ই এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মণ্ডল, চরবানিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল মন্ডল, সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরেন্দ্রনাথ শিকদার প্রমুখ। এ সময় বক্তব্য রাখেন তালা সরকারী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহিমোহন মন্ডল, অধ্যাপক চন্দ্র শেখর মিস্ত্রী, প্রধান শিক্ষক ভগীরথ মন্ডল, মতুযা সাধু রায়সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।

দেশের তথ্য / পি এম

Share this post

PinIt
scroll to top