হিরো আলমের অভিযোগ এজেন্টদের বের করে দেওয়ার

alom.webp

দেশের তথ্য ডেস্ক ঢাকা প্রতিনিধি :- একাধিক ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত কন্টেন ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা-১৭ আসনের অন্তর্ভুক্ত টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ পরিদর্শন শেষে তিনি এসব অভিযোগ করেন। সকাল আটটায় উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

সাংবাদিকদের একতারা মার্কার প্রার্থী হিরো আলম বলেন, ‘আওয়ামী লীগের লোকেরা আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

আমি বনানী থানায় অভিযোগ জানিয়েছিলাম তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। এখন পর্যন্ত ১২টি কেন্দ্রে আমার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এভাবে পোলিং এজেন্টদের বের করে দেওয়া হলে নির্বাচন কোনভাবেই সুষ্ঠু হবে না। এমন চলতে থাকলে ভোটের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে।

কেউ ভোট দিতে আসবে না।’
এদিকে বেলা ১২টা নাগাদ টিএন্ডটি আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে মাত্র ৪২টি। ৭৭ নং ভোট কেন্দ্রটির একাধিক বুথে ছিল না ভোটার উপস্থিতি।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘বেলা এগারটা পর্যন্ত ৩২ জন ভোটার ভোট প্রদান করেছেন।

এরপর আরও দশটি ভোট পড়েছে। ভোটার উপস্থিতি তুলনামূলক কম।’
হিরো আলমের পোলিং এজেন্ট বের করে দেয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সকালে হিরো আলমের চারজন এজেন্ট তাদের কাগজপত্র নিয়ে এসেছিলেন, আমি সাইন করে দিয়েছি। এরপর তাদের বের করে দেওয়ার অভিযোগটি আমি জানি না। পোলিং এজেন্টরা আমাকে কোনো অভিযোগ করেন নি।

Share this post

PinIt
scroll to top