বেইলি রোডে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৪৫

dead-2.jpg

দেশের  তথ্য ডেস্ক।। রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। তবে তার নাম পরিচয় জানা যায়নি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল জানান, ১০ জন মারা গেছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আর ঢাকা মেডিকেলে মারা গেছেন ৩৩ জন।

অন্যদিকে পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, তিনি পুলিশ হাসপাতালে একজনকে মৃত দেখেছেন। ফলে সব মিলিয়ে মৃতের সংখ্যাটি দাঁড়িয়েছে ৪৫।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডে একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share this post

PinIt
scroll to top