যশোর জেলার কোতয়ালী আলুপট্টি এলাকা হতে চোরাচালানের মালামাল সহ দুই জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

-যশোর.jpg

দেশের তথ্য ডেস্ক।।  নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি- ৩, যশোর ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যম জানতে পারে যে, কতিপয় চোরাকারবারীরা শুল্ক কর ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য সামগ্রী পার্শ্ববর্তী দেশ ভারত হতে আনয়ন পূর্বক যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আলুপট্টি এলাকার কয়েকটি গুদামে সংরক্ষণ করেছে। উক্ত সংবাদ প্রাপ্ত হইয়া আভিযানিক দলটি ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাতে উক্ত গুদাম সমূহে তল্লাশি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক পণ্য সামগ্রী জব্দ সহ অবৈধভাবে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য সামগ্রী আনয়ন ও নিজ হেফাজতে রাখার অপরাধে আসামী (ক) তাপস কুমার দাস (৩৬), পিতা- তপন কুমার দাস, সাং-বেজপাড়া, যশোর পৌরসভা, (খ) মোঃ মেহেদী হাসান হৃদয় (২২), পিতা- মোঃ ইউনুছ আলী,সাং- ঝুমঝুমপুর চান্দের মোড়, ফতেপুর ইউনিয়ন, উভয় থানা- কোতয়ালী মডেল, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, উক্ত মালামাল শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় পাশ্ববর্তী দেশ হতে সংগ্রহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় কুরিয়ার এর মাধ্যমে বিক্রি/সরবরাহ করার উদ্দেশ্যে গুদামে সংরক্ষণ করেছিল।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়’কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top