কেএমপি লাবনচোরা থানার অভিযানে সাড়ে ১৪ লাখ টাকার ট্রলার সহ গ্রেফতার ৪

InShot_20240223_091714018-scaled.jpg

কে এমপিরবনচোরা থানার অভিযানে সাড়ে ১৪ লাখ টাকার ট্রলার সহ গ্রেফতার ৪

দেশের তথ্য ডেস্ক।। লবণচরা থানার একটি টিম লবণচরা থানাধীন পুটিমারী এলাকায় অভিযোগ পরিচালনা করিয়া ইং-২২/০২/২০২৪ তারিখ সময়ঃ ০৪.৫০ ঘটিকা কেএমপি, খুলনার লবণচরা থানাধীন পুটিমারী সাকিনস্থ পুটিমারী বাজারের পূর্ব পাশে জনৈক মোঃ আব্দুল জব্বার এর মাছের ঘেরের পূর্ব পাশে রূপসা নদীর চরে পাশের্^ ভূমিতে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে ধৃত আসামী ১) অমিও রায় (২৮), পিতা-চিত্তরঞ্জন রায়, সাং-পুটিমারী প্রাইমারী স্কুলের পাশে, থানা-লবণচরা, জেলা-খুলনা, ২) মোঃ আরিফুল শেখ (৩২), পিতা-মতলেব শেখ, সাং-নারকেলতলা, বৌ-বাজার এর পাশে, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি-গল্লামারী শ^শানঘাট সলেমান মঞ্জিল এর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা, ৩) মোঃ মানিক মীর (২৭), পিতা-আশরাফ আলী মীর, সাং-রূপসা ব্রীজের উত্তর পাশে রাজ্জাক এর বাড়ীর ভাড়াটিয়া, থানা-লবণচরা, জেলা-খুলনা, ৪) মেহেদী হাসান (২৪), পিতা-মোঃ মোফাজ্জেল মোল্লা, সাং-বিরাট, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, এ/পি-সাচিবুনিয়া সুইজ গেট, থানা-লবণচরা, জেলা-খুলনা সহ আসামীদের ও পলাতক আসামী সহ অজ্ঞাতনামা আসামীদের হেফাজতে থাকা চোরাইকৃত ১) ০১ (এক) টি লোহার তৈরী ট্রাক বডি মালামাল বহনকারী ট্রলার, যার গায়ে বাংলায় আয়শা এবং ইংরেজিতে AYSHA, লেখা আছে, যাহার বডির রং লাল ও সবুজ, যার দৈর্ঘ অনুমান ৫০ ফুট এবং প্রস্থ অনুমান ১১ ফুট ৫ ইঞ্চি, যাহার মূল্য অনুমান ১৪,২০,০০০/- (্চৌদ্দ লক্ষ বিশ হাজার) টাকা, ২) একটি বড় অক্সিজেন সিলিন্ডার, যার সাথে কাটার সেট সংযুুক্ত, ৩) একটি OMERA কোম্পানীর ১২ কেজির গ্যাস সিলিন্ডার, উভয়ের মূল্য অনুমান ১৭,০০০/- (সতের হাজার) টাকা, ৪) ০১ (এক) টি এক সিলিন্ডার ট্রলারের ইঞ্জিন (সেলো মেশিন), যার গায়ে ইংরেজিতে CHANGCHAI, Sicne 1913 লেখা আছে, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকা, ৫) ০১ (এক) টি লোহার তৈরী সাবল, যার দৈর্ঘ অনুমান ৩৪ ইঞ্চি, ৬) ০১ (এক) টি ১২ ইঞ্চি সেলাই রেঞ্জ, ৭) ০১ (এক) টি প্লাস, যার দৈর্ঘ অনুমান ৬ ইঞ্চি, ৮) ০১ (এক) টি বাঁশের বাটযুক্ত লোহার হাতুড়ি, পুরাতন, হাতুড়ির দৈর্ঘ অনুমান ৪.৩ ইঞ্চি, বাটের দৈর্ঘ অনুমান ১৪ ইঞ্চি ১৪,৫২,০০০/-(চৌদ্দ লক্ষ বায়ান্ন হাজার) টাকা সহ গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে লবণচরা থানার মামলা নং-২৭, তারিখ-২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১৩ পেনাল কোড রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top