সৈয়দপুরে সরবরাহ কম, বেড়েছে মাছের দাম ।

Soyadpur.jpg

নীলফামারীর সৈয়দপুরে বাজারগুলোতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়ে গেছে সব ধরনের মাছের দাম। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।

যদিও মাছ ব্যবসায়ীরা বলছেন, সাগরে টানা ৬৫ দিনের মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষে মাছের সরবরাহ বাড়বে। এছাড়া মাছের দামও কমবে বলে আশা তাদের।

প্রতিদিন বেচাবিক্রিতে সরগরম থাকার কথা থাকলেও অলস সময় পার করছেন মাছ ব্যবসায়ীরা। তারা বলেছেন জুলাই মাসের শুরু থেকে মৌসুম শুরু হলেও বাজারে দেখা নেই ইলিশের।

বাজার ঘুরে জানা গেছে, স্বাভাবিক সময়ে এক কেজি ওজনের ইলিশ ১৪শ থেকে ১৫শ টাকায় বিক্রি হয়। এখন তা বিক্রি হচ্ছে দুই থেকে আড়াই হাজার টাকায়। আর সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এতে বাজারে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা।

সাব্বির হোসেন নামে এক ক্রেতা বলেন, যে মাছ আগে দেড় থেকে দু’শ টাকা কেজি দরে বিক্রি হতো, এখন তা’ আড়াইশ’ থেকে সাড়ে ৩শ টাকায় বিক্রি হচ্ছে। আর ইলিশের যা’ দাম কেনার সুযোগই নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক মাছ বিক্রেতা বলেন, সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২০ জুলাই। স্থানীয় নদ-নদীতে কাংক্ষিত মাছও পাওয়া যাচ্ছে না। ফলে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম। এজন্যই মাছের বাজার চড়া।

নিষেধাজ্ঞা শেষে সরবরাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশ ইলিশসহ অন্য মাছের দামও কমবে বলে তিনি আশাবাদী।

Share this post

PinIt
scroll to top