খুলনায় ছাত্র জনতার অভ্যুত্থানে ছাত্রদের উপর হামলা ও গ্রেফতারকারী এস আই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্বেও তাকে ছেড়েদেয়ার অভিযোগে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও পুলিশ কমিশনারের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্ররা।
ছাত্ররা অভিযোগ করে মঙ্গলবার (২৪ জুন) বিকাল সোয়া ৪টায় নগরীর ইস্টার্ন গেট এলাকায় জনতার হাতে ধরাপড়ে এস, আই সুকান্ত পুলিশ। পরে জনতা তাকে মারধোর করে খানজাহান আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। নির্যাতনের অভিযোগে অভ্যুত্থানের পরে এস আই সুকান্তের বিরুদ্ধে একাধিক মামলা করেন ভুক্তভোগীরা। পরবর্তীতে ছাত্ররা আজ দুপুরে ওই পুলিশ কর্মকর্তার খবর জানতে চাইলে পুলিশের রহস্যজনক ভুমিকায় ক্ষিপ্ত ছাত্ররা। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্ররা খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ ছাত্ররা জানান, বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এ পুলিশ কর্মকর্তা ছাত্র এবং ছাত্রীদের উপরে ব্যাপক অত্যাচার নির্যাতন চালায়। পুলিশ কর্মকর্তাকে ছাত্ররা রয়ের এজেন্ট বলে আখ্যায়িত করেন। বিক্ষোভকারী ছাত্ররা বিষয়টি যথাযথ তথ্য জানানোর জন্য সময় বেঁধেদেয়।
এ সময়ের মধ্যে পুলিশ কমিশনার তাদের সাথে যোগাযোগ না করায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের বাইরের গেটে তালা ঝুলিয়ে দেয়। এ সময় ছাত্ররা ভিতরে প্রবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কদরুল হাসান জানান,ছাত্র জনতার অদ্ভুত্থানে আন্দোলনের সময় এ পুলিশ কর্মকর্তা যে অত্যাচার নির্যাতন করেছে ছাত্রদের উপরে সেটা অবর্ণনীয়। তাকে জনতা আটক করে পুলিশে দিলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। অবিলম্বে পুলিশ কমিশনারের যথাযথ সদুত্তর দিতে না পারলে তাকে প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি জানাবেন। এ সংবাদ লেখা পর্যন্ত ছাত্রদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে জানতে চেয়েছে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।