অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক ১ বাংলাদেশীকে বেনাপোল দিয়ে হস্তান্তর

.jpg

মিলন হোসেন বেনাপোল।। পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যেয়ে সেদেশে পুলিশের কাছে আটকের পর দীর্ঘ ২ বছর কারাভোগ শেষে মনিরুল ইসলাম নামে এক বাংলাদেশিকে বেনাপোল দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।শনিবার বিকালে তাকে হস্তান্তর করেন। হস্তান্তর সময় বিজিবি-বিএসএফ উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান,সাতক্ষীরা ভোমরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন মনিরুল ইসলাম।এর পর ভারতীয় পুলিশের কাছে আটক হন।পরে সাজার মেয়াদ শেষে তাকে হস্তান্তর করেছে। মনিরুল ইসলাম খুলনা জেলার মহারাজপুর থানার হায়েদখালি গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরবর্তীতে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে

Share this post

PinIt
scroll to top