বেনাপোল থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

.jpg

মিলন হোসেন বেনাপোল।। যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ বাবু নামে ১ মাদক ব্যবসায়ী ও ২ গ্রেফতার পরোয়ানা আসামীকে আটক করেছে।শনিবার রাতে ছোট আচড়া এলাকা থেকে ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার) পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখা এবং মাদক ও চোরাচালান উদ্ধার করা লক্ষ্যে বিশেষ অভিযানে ইং-১৭/০২/২০২৪ তারিখ রাত ০২.৪৫ ঘটিকার সময় ছোট আঁচড়া এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত স্যার ও সাব ইন্সপেক্টর লিখন কুমার সরকার এর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ বাবু (৩৬), পিতা-মোঃ মোকছেদ , গ্রাম- ছোট আঁচড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা–যশোরকে গ্রেফতার করে।এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু হয়। এছাড়া ওসি স্যার সহ সাব ইন্সপেক্টর আমির হোসাইন এর নেতৃত্বে একটি টিম থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ০২ জন আসামি গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন ভক্ত যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।তিনি বলেন মাদক ব্যবসায়ীরা যত বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

Share this post

PinIt
scroll to top