Dhaka 11:35 pm, Friday, 4 July 2025

সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে, মাদক সচেতনতা RALLY 

সমরেশ রায় ও শম্পা দাস

 

আজ ২৩ শে জুন সোমবার, ঠিক দুপুর ৩ টায়, কলকাতার ধর্মতলা সেন্ট্রাল ট্রাফিক গার্ডের কাছ থেকে, সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে, একটি মাদক বিরোধী RALLY শুরু হয়.

মাদক বিরোধী RALLY শুরুর আগে, সেন্ট্রাল টু ডিসি ও সেন্ট্রাল ৩ ডিসিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তার সাথে সাথে সেন্টাল ডিসি ৩ বিশেষ অতিথি মিস্টার অ্যালেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। এরপর যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে শুভেচ্ছা বার্তা জানান অংশগ্রহণ করার জন্য। উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসার ও পুলিশ কর্মীবৃন্দ।

সুন্দর একটি প্রশেসনের মধ্য দিয়ে, সামনে পুলিশ অফিসারদের গাড়ির সারিবদ্ধ, পিছনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা মাদক বিরোধী সচেতনতা পোস্টার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বার্তা দেন। procession লেলিন সরণী হয়ে, এস এন ব্যানার্জি রোড ধরে , ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে, পুনরায় মঞ্চে শেষ করেন।

দাগের নেশা থেকে বিরত থাকার আহ্বান জানান, say yes to life and say no to drugs.

ড্রাগের নেশা সর্বনাশা, আপনারা এই নেশা থেকে বিরত থাকুন।, পরিবারকে সুস্থ রাখুন, পরিবারের বাচ্চাদের সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখার বার্তা দিন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন, ড্রাগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, ভারত বর্ষ নেশা মুক্ত হবে। ড্রাগের নেশায় মানুষকে সর্বস্বান্ত করে, পরিবারকে সর্বশান্ত করে, তাই আসুন আমাদের সাথে যুক্ত হয়ে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতা গড়ে তুলি। আগামী ২৬ শে জুন ড্রাগ দিবস, সকলে একত্রিত হই,

 

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

খুলনায় খানজাহান আলী থানা শ্রমিক দলের কমিটি গঠন

সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে, মাদক সচেতনতা RALLY 

প্রকাশঃ 03:40:50 pm, Monday, 23 June 2025

সমরেশ রায় ও শম্পা দাস

 

আজ ২৩ শে জুন সোমবার, ঠিক দুপুর ৩ টায়, কলকাতার ধর্মতলা সেন্ট্রাল ট্রাফিক গার্ডের কাছ থেকে, সেন্ট্রাল ডিভিশন কলকাতা পুলিশের উদ্যোগে, একটি মাদক বিরোধী RALLY শুরু হয়.

মাদক বিরোধী RALLY শুরুর আগে, সেন্ট্রাল টু ডিসি ও সেন্ট্রাল ৩ ডিসিকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তার সাথে সাথে সেন্টাল ডিসি ৩ বিশেষ অতিথি মিস্টার অ্যালেকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানান। এরপর যে সকল স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে শুভেচ্ছা বার্তা জানান অংশগ্রহণ করার জন্য। উপস্থিত ছিলেন বিভিন্ন অফিসার ও পুলিশ কর্মীবৃন্দ।

সুন্দর একটি প্রশেসনের মধ্য দিয়ে, সামনে পুলিশ অফিসারদের গাড়ির সারিবদ্ধ, পিছনে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা মাদক বিরোধী সচেতনতা পোস্টার হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে বার্তা দেন। procession লেলিন সরণী হয়ে, এস এন ব্যানার্জি রোড ধরে , ধর্মতলা ডরিনা ক্রসিং হয়ে, পুনরায় মঞ্চে শেষ করেন।

দাগের নেশা থেকে বিরত থাকার আহ্বান জানান, say yes to life and say no to drugs.

ড্রাগের নেশা সর্বনাশা, আপনারা এই নেশা থেকে বিরত থাকুন।, পরিবারকে সুস্থ রাখুন, পরিবারের বাচ্চাদের সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখার বার্তা দিন, প্রশাসনের সাথে সহযোগিতা করুন, ড্রাগের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, ভারত বর্ষ নেশা মুক্ত হবে। ড্রাগের নেশায় মানুষকে সর্বস্বান্ত করে, পরিবারকে সর্বশান্ত করে, তাই আসুন আমাদের সাথে যুক্ত হয়ে নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে সচেতনতা গড়ে তুলি। আগামী ২৬ শে জুন ড্রাগ দিবস, সকলে একত্রিত হই,