Dhaka 10:15 pm, Saturday, 5 July 2025

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে পদবঞ্চিতদের মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা।

শনিবার (২১ জুন) কালিগঞ্জ প্রেসক্লাবে সরকারি কলেজ সহ কালিগঞ্জ উপজেলা ছাত্রদল পরিবারের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাফায়াল মোড়ল।

তিনি বলেন, সম্প্রতি খুলনা বিভাগীয় টিম অগণতান্ত্রিকভাবে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। যেখানে প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘনই নয় বরং মাঠ পর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। এই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিক্ষুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির, শাকিব প্রমুখ।

ট্যাগ :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের অনুপ্রবেশের অভিযোগে পদবঞ্চিতদের মানববন্ধন

প্রকাশঃ 05:55:30 am, Sunday, 22 June 2025

সাতক্ষীরার কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পদবঞ্চিতরা।

শনিবার (২১ জুন) কালিগঞ্জ প্রেসক্লাবে সরকারি কলেজ সহ কালিগঞ্জ উপজেলা ছাত্রদল পরিবারের ব্যানারে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শাফায়াল মোড়ল।

তিনি বলেন, সম্প্রতি খুলনা বিভাগীয় টিম অগণতান্ত্রিকভাবে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে। যেখানে প্রকৃত ছাত্রদল কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগ সংশ্লিষ্ট ও বহিরাগতদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এটি শুধু সংগঠনের আদর্শ ও গঠনতন্ত্র লঙ্ঘনই নয় বরং মাঠ পর্যায়ে ছাত্রদলের ত্যাগী ও পরিচিত নেতাকর্মীদের চরম অপমান। এই ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত কমিটি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি কলেজ শাখার বিক্ষুব্ধ ছাত্রদল পরিবারের তৈয়েবুর রহমান, হুমায়ুন কবির, শাকিব প্রমুখ।